Sylhet Today 24 PRINT

শব্দযন্ত্র ব্যবহারসহ ‘অনাকাঙ্ক্ষিত সমস্যায়’ ক্ষমা চাইলেন আতিকুল

নিজস্ব প্রতিবেদক |  ২৬ জানুয়ারী, ২০২০

নির্বাচনী প্রচারের কাজে জনসমাগম ও শব্দযন্ত্র ব্যবহারের কারণে নগর জীবনে ‘অনাকাঙ্ক্ষিত সমস্যা’ সৃষ্টির জন্য ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।

রোববার আতিকুল ইসলামের নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে ক্ষমা চান আতিকুল ইসলাম।

নির্বাচনী প্রচারে শব্দযন্ত্রের ব্যবহার, প্রচার দপ্তরে বিপুল মানুষের জনসমাগমের ফলে নাগরিক অসুবিধার সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেন আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকার সকল সমস্যা চিহ্নিত করে সকলের পরামর্শে তার পূর্ণ সমাধান খুঁজতে আমি আপনার এলাকায় নির্বাচনী দপ্তর স্থাপন করেছি। প্রতিদিন প্রচুর দলীয় নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী আমাদের এই দপ্তরে আসছেন এবং তাদের সকলের সঙ্গে কথা বলার জন্য অনেক সম আমাকে শব্দযন্ত্রের ব্যবহার করতে হচ্ছে। বিপুল পরিমাণে জনসমাগম এবং শব্দের কারণে আপনার এবং আপনার পরিবারকে হয়তো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এমন কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা যদি হয়ে থাকে তার জন্য আমি এবং আমার নির্বাচনী দলের সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি।’

এদিকে, আতিকুল ইসলামের এই বিবৃতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই মেয়র প্রার্থীর এই ক্ষমা প্রার্থনাকে ইতিবাচক বলে আখ্যা দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.