Sylhet Today 24 PRINT

ইশরাকের জরিপে ধানের শীষ ৮০% এগিয়ে

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০২০

প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জরিপের ফল প্রকাশের একদিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জানিয়েছেন ধানের শীষ ৮০% এগিয়ে রয়েছে।

শুক্রবার দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। এরআগে বৃহস্পতিবার ফেসবুকে প্রকাশিত এক জরিপের ফলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ বিজয়ী হবে।

শুক্রবার দুপুর ১২টার দিকে সিটি নির্বাচনে ভোটের সর্বশেষ অবস্থা জানাতে মার্কিন দূতাবাসের কূটনীতিক পলিটিক্যাল কাউন্সিলর ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন ইশরাক।

প্রায় ৩৫ মিনিটের বৈঠক শেষে বেরিয়ে ইশরাক হোসেন সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘আমি দেখেছি যে, বেশিরভাগ জরিপে ধানের শীষ ৮০% এগিয়ে আছে। আমাদের এই গণজোয়ার ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন্দ্র দখলসহ জোর-জবরদস্তি করে রুখতে চাচ্ছে।’

বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

এ সময় ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান ইশরাক। তিনি বলেন, আপনারা (ভোটার) সবাই ভয়ভীতি উপেক্ষা করে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আপনাদের সহায়তা করার জন্য প্রত্যেকটি কেন্দ্রে আমাদের কর্মী থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.