Sylhet Today 24 PRINT

গোপন বৈঠকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে নাশকতার পরিকল্পনা!

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালকে ঘিরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি থেকে তেমুখী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ব্যাপক নাশকতার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নিউজ ডেস্ক |  ২৯ ডিসেম্বর, ২০১৪

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা  হরতালকে ঘিরে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি থেকে তেমুখী পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ব্যাপক নাশকতার পরিকল্পনা নেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাতে সিলেট সদর উপজেলার ধনপুর গ্রামের সামসুদ্দীনের বাড়িতে নাশকতার এ পরিকল্পনা করা হয় বলে একটি সূত্র জানিয়েছে। স্থানীয় বিএনপি-ছাত্রদলের গুটিকয়েক নেতাকর্মী ছাড়া অন্য সবাই জামায়াত-শিবিরের নেতাকর্মী গোপন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। মিটিংয়ে ভোর থেকে সড়কের বিভিন্নস্থানে নাশকতার পরিকল্পনা করা হয়েছে। এর আগেও হরতাল চলাকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের লামাকাজি সংলগ্ন খিত্তারগাঁও, ধনপুর, হাউসার মধ্যবর্তী স্থান, বলাউরা, টুকেরবাজার এবং তেমুখি এলাকায় ব্যাপক নাশকতা চালানো হয়।  ছাত্রলীগের প্রতিরোধের ঘোষণায় ১৪৪ ধারা জারির পর শনিবার গাজীপুরে জনসভা করতে না পেরে জেলায় হরতাল করে বিএনপি ও শরিকরা। একই সঙ্গে সারা দেশে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হয়। পরে শনিবার বিকালে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সারাদেশে হরতাল পালনের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত আগামী ৫ জানুয়ারি সরকারের এক বছর পূর্তির দিনে বিএনপির ‘ডেটলাইন’কে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। সরকার পতনের এ আন্দোলনে বিএনপি-জামায়াত জোট মরণ-কামড় দিতে চাইছে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্নস্থানে নাশকতার পরিকল্পনাও নেওয়া হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.