Sylhet Today 24 PRINT

বিএনপির রিজভী অসুস্থ

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০২০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার (২৬ এপ্রিল) থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসা করছেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, দলের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ছাড়াও অন্যান্য চিকিৎসক তার খোঁজখবর রাখছেন। রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।

শায়রুল কবির জানান, ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্রাকশন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য আগে তিনি আমেরিকায় অপারেশন করিয়েছিলেন। মাঝে মাঝে তিনি কমপ্লিকেশনে ভোগেন। রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন। সে সময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.