Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে দেড় হাজার মাস্ক বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৯ মে, ২০২০

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে বিভিন্ন শ্রেণী পেশার ১ হাজার ৫০০ জনের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য সুয়েল আহমেদের উদ্যোগে এই মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণকারে মৌলভীবাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, সবজি-ফল বিক্রেতা এবং মাছ বিক্রেতাদের মধ্যে ৪৫০ টি মাস্ক , মৌলভীবাজার প্রেসক্লাব ও শ্রীমঙ্গলের দুইটি প্রেসক্লাবের জন্য ২০০ মাস্ক, শ্রীমঙ্গলের রাধারনগরে সাধারণ মানুষের জন্য ১০০ মাস্ক এবং মৌলভীবাজার পুলিশ সদস্যদের জন্য পুলিশ সুপারের হাতে ৫০০ মাস্ক এবং শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশসুপার আশরাফুজ্জামানের হাতে ২০০ মাস্ক তুলে দেন সুয়েল আহমদ।

বাকী মাস্কগুলো বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হয়। এবং আরও ২শ মাস্ক মৌলভীবাজার সদর হাসপাতালে ডাক্তারদের জন্য দেওয়া হবে জানানো হয়েছে।

সুয়েল আহমদ জানান, করোনা সংকটের শুরু থেকেই আমি মাঠে কাজ করছি আমার সাধ্যমত। প্রতিদিন ছিন্নমূল মানুষের জন্য ইফতার কার্যক্রম চলমান আছে। ১৫০ পরিবারকে প্রতিদিন রান্না করা খাবার দিয়েছি। এর আগে আরও ২০০ স্যনিটাইজার প্রধান করেছি। মৌলভীবাজারের পথ কুকুরদের জন্য ১ মাস ধরে খাদ্য সহায়তা চলমান আছে। এছাড়া যেখানে খবর পাচ্ছি মানুষের পাশে দাঁড়াতে চলে যাচ্ছি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.