Sylhet Today 24 PRINT

রোটারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সমাজ উন্নয়ন সম্ভব: রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর

ডেস্ক রিপোর্ট |  ০৯ অক্টোবর, ২০১৫

রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর এবিএম ওয়াদুদ উল্লাহ পিএইচএম বলেছেন, 'মানুষ উপকৃত হবে এমনভাবে উদার মন-মানসিকতা নিয়ে কাজ করা ইবাদত। রোটারীসহ সকলের সম্মিলিত প্রচেষ্ঠার মাধ্যমে সমাজ উন্নয়ন সম্ভব। মানুষের কল্যাণের লক্ষে আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। বিশেষ করে আর্ত্মমানবতার কল্যাণে রোটারী ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর মাধ্যমে রোটারিয়ানরা যেভাবে কাজ করছেন তা সময়ের উল্লেখযোগ্য ভূমিকা হিসেবে মানুষ স্মরণ রাখবে।'

রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে গভর্ণস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন।

নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের কন্ফারেন্স হলে গতকাল ৯অক্টোবর শুক্রবার রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর উদ্যোগে গভর্ণস অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠানের আয়োজজন করা হয়।

রোটারী ক্লাব অব সিলেট রিজেন্সীর প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মতিন এমপিএইচএফ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিস্টেন্ট গভর্ণর মো. কবির উদ্দিন পিএইচএফ, জয়েন্ট সেক্রেটারী আজিজুল হক আর.এফ.এস.এম। ক্লাবের বিভিন্ন কার্যক্রম পর্দার মাধ্যমে প্রদর্শন করেন ক্লাব সেক্রেটারী রোটারিয়ান মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারিয়ান মৃত্যুঞ্জয় ধর ভোলা, রোটারিয়ান ডা. মো. মোসাদ্দেক হোসাইন, রোটারিয়ান ইসতিয়াক আহমদ চৌধুরী, রোটারিয়ান তানভীর আহমদ, রোটারিয়ান মো. এনামূল হক, রোটারিয়ান মো. ওমর ফারুক, রোটারিয়ান সৈয়দ হাসিন আহমদ, রোটারিয়ান ইঞ্জিনিয়ার হাসিব আহমদ, রোটারিয়ান সুলতান মাহমুদ, রোটারিয়ান ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাশ, রোটারিয়ান সুহেল আল মাহমুদ আরএফএসএম, রোটারিয়ান আব্দুল মুকিত আজাদ আরএফএসএম, রোটারিয়ান শ্যামল অধিকারী আরএফএসএম, রোটারিয়ান মো. আতাউর রহমান, রোটারিয়ান এনামূল হক, রোটারিয়ান মো. শামসুল হক, রোটারিয়ান মো. দিলাল আহমদ, রোটারিয়ান নির্মল কুমার সিনহা প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.