Sylhet Today 24 PRINT

নার্সিং কর্মকর্তা রুহুল আমিনের পরিবারের খোঁজ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০২০

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুহুল আমিনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন। এসময় তিনি পরিবারের সদস্যদের স্বান্তনা দেন। এমনটাই জানিয়েছেন বিএনএ'র স্থানীয় নেতৃবৃন্দ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ জানান, পররাষ্ট্রমন্ত্রী সিলেটের নার্সদের প্রতি সবসময় আন্তরিক। করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে তিনি নার্সদের খোঁজ খবর নিচ্ছেন। তাদের জন্য উপহার হিসেবে নিরাপত্তা সামগ্রী পাঠিয়েছেন।

মুঠোফোনে খোঁজ খবর ও সান্তনা দেওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

সংগঠনটির ওসমানী হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বিবৃতিতে বলেন, নার্সদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর এই আন্তরিকতার জন্য নার্স নেতৃবৃন্দ তার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.