Sylhet Today 24 PRINT

মেয়রপত্নী শ্যামা হকসহ করোনায় আক্রান্তদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২০

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী শ্যামা হক চৌধুরীসহ করোনায় আক্রান্ত সকলের সুস্থ কামনা করে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী জুরেজ আব্দুল্লাহ গুলজারের ব্যক্তিগত উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) নগরীর জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া সোবহানীঘাট জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিরু, আজিজুল ইসলাম, মো. আলকাছ, মাহতাব হোসেন প্রমুখ।

দোয়া পরিচালনা করেন জামিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদরাসার সহকারী মুহতামিম হাফিজ মাওলানা আহমদ সগির আমকুনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.