Sylhet Today 24 PRINT

কামরানের মৃত্যুতে মহানগর আওয়ামী লীগের শোক

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুন, ২০২০

সিলেটের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট মহানগর আওয়ামী লীগ।

সোমবার (১৫ জুন) এক বিবৃতিতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কামরানের মৃত্যুতে সিলেটের আওয়ামী রাজনীতে আরও একজন নক্ষত্রকে হারালো । সেই সাথে সিলেটবাসী হারালো একজন বিচক্ষণ অভিভাবক- যার ক্ষত কখনোই পূরণ হবার নয়।

বিজ্ঞাপন

তারা বলেন, ২০০৩ সালে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন বদর উদ্দিন আহমদ কামরান। ওয়ান ইলেভেনের সময় দুইবার কারাবরণ করতে হয় এই নেতাকে। ২০০৮ সালে কারাগারে থাকা অবস্থায় নির্বাচনে লড়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন তিনি।

১৯৮৯ সালে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সিলেটের আওয়ামী রাজনীতির শীর্ষ নেতৃত্বে আসেন বদর উদ্দিন আহমদ কামরান। ১৯৯২ সালে এবং ১৯৯৭ সালে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। ২০০২ সালে প্রথমবারের মত সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কামরান। ২০০৫ এ সম্মেলনের মাধ্যমে এবং ২০১১ সালে গঠিত কমিটিতে মহানগর আওয়ামী লীগের পুনরায় সভাপতির দায়িত্ব পান। দীর্ঘ তিন দশক সিলেটের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান।

নেতৃবৃন্দ সিলেটে আওয়ামী পরিবারে তৃণমূল নেতাকর্মীদের আস্থাভাজন হিসেবে বদর উদ্দিন কামরানের নাম উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে দল হারালো এক কর্মীবান্ধব নেতা। তারা শোকার্ত কামরানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.