Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শিক্ষার্থীদের পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৫ জুন, ২০২০

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে বাড়িতে থাকা ছাত্রদের অগ্রগতির প্রস্তুতির লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ করলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জুন) সকাল ১০টা থেকে ওই বিদ্যালয়ের প্রত্যেক ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয় এবং তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণে অবহিত করা হয়।

পাঠ সহায়ক সাজেশন ও হেন্ডনোট বিতরণ করেন মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি শামসুজ্জামান চৌধুরী, সহকারি শিক্ষক মো মশিউর রহমান চৌধুরী, পিন্টু দেব ও কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আবুল হোসেন।

বিজ্ঞাপন

আলাপকালে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক-গবেষক আহমদ সিরাজ জানান, ছাত্রদের লেখাপড়ায় সঠিকভাবে যুক্ত থাকার জন্য এসব শিক্ষা সহায়ক পাঠ সাজেশন ও হেন্ডনোট ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। এতে ছাত্র ও অভিভাবকরা খুশী হয়েছেন।

এছাড়া ছাত্রদের বিশেষ ব্যবস্থায় এক পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.