Sylhet Today 24 PRINT

\'দ্যা ফিনিক্স\'-এর আলোচনায় এবার আসছেন নেপালের শিক্ষাবিদ

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০২০

ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ক প্রকাশনা 'দ্যা ফিনিক্স' এবং 'দ্যা ফিনিক্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এলায়েন্স, বাংলাদেশ' এর যৌথ উদ্যোগে আয়োজিত ইংরেজি ভাষা, সাহিত্য ও শিক্ষা বিষয়ক ধারাবাহিক আয়োজনে এবারের আলোচনায় অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার প্রখ্যাত ইংরেজি ভাষা শিক্ষা বিশেষজ্ঞ, নেপালের কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লক্সম্যান গেওয়ালী।  

আগামী ১৭ জুলাই শুক্রবার রাত ৮ টায় 'প্রত্যক্ষ ও পরোক্ষ শিক্ষা পদ্ধতি এবং অনলাইন শিক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কলা কোশল' বিষয়ে  তিনি আলোচনা উপস্থাপন করবেন। আলোচনা শেষে প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। ড. লক্সম্যান ইংল্যান্ড, আমেরিকাসহ পৃথিবীর নানা দেশে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়ামে আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী এ শিক্ষাবিদ নেপাল, ভারতসহ এ অঞ্চলের ইংরেজি শিক্ষার উৎকর্ষতা অর্জন এবং গবেষণাকে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন যাবত।

এদিকে, ভার্চুয়াল এ আলোচনায় অংশ নিতে দেশ বিদেশের আগ্রহী শিক্ষক এবং তরুণ গবেষকরা ইতোমধ্যে নাম নিবন্ধন শুরু করেছেন।

আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণে আগ্রহীরা আয়োজকদের ফেইসবুক পেইজে বিস্তারিত জানতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.