Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে খামারিদের মধ্যে গবাদিপশুর ঔষধ ও হেলথকার্ড বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০২০

সিলেটের বিশ্বনাথে ৭৫ জন খামারিদের মধ্যে হেলথকার্ড, প্রশিক্ষণ সনদপত্র, গবাদিপশুর জন্য ৪ টি করে কৃমিনাশক টেবলেট, ২ কেজি করে ভিটামিন প্রিমিক্স বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় খামারিদের মধ্যে হেলথকার্ড ওষুধ বিতরণ করা হয়। এ সময় মহিষ উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আরও ৩০ জন খামারিদের মধ্যে ভিটামিন এবং কৃমিনাশক টেবলেট বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও মো. কামরুজ্জামান। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান।

সভায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভিএফএ সাদেকুল ইসলাম, রাজমোহন দেবসহ খামারী ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিগন উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.