Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মাঝে চেক হস্তান্তর

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০২০

সিলেটের জৈন্তাপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া স্কুল ও কলেজের নন-এমপিও ভুক্ত শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলার স্কুল ও কলেজ’র নন-এমপিও ভুক্তদের প্রণোদনার চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন ও জৈন্তাপুর বিয়াম কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু সুফিয়ান বিলালসহ অনুদান প্রাপ্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার নন-এমপিও ভুক্ত ৫১ জন শিক্ষককে ৫ হাজার টাকা করে মোট ২ লাখ ৫৫ হাজার টাকা ও ৯ জন কর্মচারীকে ২ হাজার ৫ শত টাকা করে মোট ২২ হাজার ৫ শত টাকার চেক প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.