Sylhet Today 24 PRINT

বন্যাদুর্গত শিক্ষার্থীদের ত্রাণ দেবে শাবি প্রশাসন

শাবি প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০২০

বন্যাদুর্গত শিক্ষার্থীদের ত্রাণ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, দেশে করোনা ভাইরাসের মহামারীতে সকলে আতঙ্কগ্রস্থ। এরসাথে আবার দেখা দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ। বর্তমানে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাস করছে। বন্যার ফলে অনেক শিক্ষার্থী স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি বিগত সময়ের ন্যায় শিক্ষার্থীদের ত্রাণ দিয়ে সহযোগিতা করার।

তিনি আরও বলেন, ইতিমধ্যে সকল বিভাগকে বন্যাদুর্গত শিক্ষার্থীদের তালিকা প্রস্তুত করতে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা মোতাবেক তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা প্রস্তুত হলে ছাত্র উপদেষ্টার নির্দেশনা মোতাবেক  শিক্ষার্থীদের ত্রাণ দেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.