Sylhet Today 24 PRINT

আগস্ট স্মরণে ইনোভেটর’র \'মুজিব পাঠ\'

সিলেটটুডে ডেস্ক |  ০৫ আগস্ট, ২০২০

এবার শোকাবহ আগস্ট স্মরণে 'মুজিব পাঠ' এর আয়োজন করেছে বইপড়ুয়াদের সংগঠন 'ইনোভেটর। এ শিরোনামে আগস্ট মাসে বইকেন্দ্রিক নানা আয়োজন হাতে নেওয়া হয়েছে।  

জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং নতুন প্রজন্মের মধ্যে তার জীবনাদর্শ ও কর্ম ছড়িয়ে দিতেই এ আয়োজন বলে জানিয়েছেন বইপড়া উৎসবের উদ্যেক্তা এবং ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব।

তিনি জানান, পুরো আগস্ট মাসজুড়ে বঙ্গবন্ধুর নিজের লেখা এবং বঙ্গবন্ধুকে নিয়ে রচিত নির্বাচিত গ্রন্থগুলো নিয়ে পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তারই অংশ হিসেবে আগামী ৭ আগস্ট, শুক্রবার অনুষ্ঠিত হবে শেখ হাসিনা রচিত 'শেখ মুজিব আমার পিতা' গ্রন্থ থেকে অনলাইনে প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি সবার জন্য উন্মুক্ত।

উল্লেখ্য, কভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই ইনোভেটর অনলাইনে বইপড়া প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। এতে শিক্ষার্থীদের ব্যপক উৎসাহ সৃষ্টি হয়েছে। এছাড়াও গত ডিসেম্বরে হাজারো শিক্ষার্থীর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এর "অসমাপ্ত আত্মজীবনী" গ্রন্থটি বিতরণ করে ইনোভেটর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.