সংবাদ বিজ্ঞপ্তি

০৮ আগস্ট, ২০২০ ১৯:৫৩

এমসি কলেজে জন্মভূমির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

সিলেটের এমসি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে কলেজ মাঠ ও হোস্টেল সংলগ্ন খালি জায়গায় কৃষ্ণচূড়া, শিমুল পলাশ বাগানবিলাস ও রাধাচূড়া গাছের চারারোপন করেছে জন্মভূমি নামের একটি সংগঠন।

শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট এমসি কলেজ মাঠে সবুজায়নের অভিযাত্রা নামকরণে বৃক্ষ রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুরু করে সংগঠনটি।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ, উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায়, সিলেট সিটি করপোরেশন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক মো. তৌফিক এজদানী চৌধুরী, সহযোগী অধ্যাপক জীবন কৃষ্ণ আচার্য ও সহকারী অধ্যাপক মো, জামাল উদ্দিন।

আয়োজক মিশফাক আহমদ চৌধুরী মিশু, মুজিবুল হক বেলাল, মুহতাসিম বিল্লাহ রাফি, ওয়াসিকুজ্জামান চৌধুরী ওনি, জাফর মজিদ মিঠু, গোলাম সোবহান চৌধুরীসহ এমসি কলেজের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত