Sylhet Today 24 PRINT

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় ষ্টিয়ারিং কমিটির সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ আগস্ট, ২০২০

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় ষ্টিয়ারিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুর ১২টায় সময় সিলেট ষ্টেশন রোডস্থ সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-৭০৭ এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বাস-মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং বি-১৪১৮ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক সজিব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আজাদ মিয়া, সহ প্রচার সম্পাদক মো. শাহাবুদ্দিন, সিলেট জেলা ট্রাক-পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সিলেট জেলা হিউম্যান হুরার শ্রমিক ইউনিয়নের সভাপতি রুনু মিয়া মঈন, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ২০৯৭ এর কার্যকরি সভাপতি মতছির আলী, শাহ জাহান মিয়া, হবিগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিনের সহ-সভাপতি আক্তার মিয়া, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৬২২-এর সাধারণ সম্পাদক মো. নুরউদ্দিন,  হবিগঞ্জ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি শাহ হাবিবুর রহমান, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি-৭০৭ এর সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ, সদস্য মোহাম্মদ আলী, রাজা আহমদ রাজা প্রমুখ।

সভায় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১৪১৮ এর অভ্যন্তরিন বিরোধ নিরসনের লক্ষে ব্যাপক আলোচনা করা হয়। সভায় সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের ইজাদারকৃত সিলেট ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান এবং জাফলং মহাসড়কে অবৈধভাবে বাশকল বসিয়ে বালু মহলের ইজারদারগন চলন্ত ট্রাক থেকে থেকে চাদাঁ আদায় করে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। মহাসড়কে কোনো প্রকার বাশকল বসানোর আইন না থাকা সত্বেও কোন অদৃশ্য ইশারায় আমাদের সাধারণ ট্রাক শ্রমিকদের কষ্টার্জিত অর্থ চাঁদাবাজদের পকেটে চলে যায়। তাই মহাসড়কে অবৈধভাবে বাশকল বসিয়ে চাঁদা আদায় বন্ধে কঠোর অবস্থান পালন সহ সিলেট বিভাগের পরিবহন শ্রমিকদের নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.