Sylhet Today 24 PRINT

জাতীয় শোক দিবসে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের দোয়া মাহফিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৫ আগস্ট, ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উদ্যোগে বঙ্গবন্ধুর মোড়ালে শ্রদ্ধাঞ্জলি শেষে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল গত ১৫ আগস্ট শনিবার অধিদপ্তরের টিলাগড়স্থ হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. আলা উদ্দিনের সভাপতিত্বে ও যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের প্রোগ্রাম কো-অডিনেটর এসএম মুজিবুল আলম এর পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল কবির, যুব প্রশিক্ষণ কেন্দ্র সিলেটের সিনিয়র প্রশিক্ষক পশুপালন মোঃ খুরশেদ আলম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের ম্যাকানিক হেল্পার গাজী মোঃ মুরসালিন, ডাটা এন্ট্রি অপারেটর মোঃ মনির হোসেন, প্রশিক্ষক জিএম ইমরানুল বাহার, সদর উপজেলা ডাটা এন্ট্রি অপারেটর নীবির কান্তি তালুকদার, সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক আশফাক আহমেদ, সিলেট আলোকিত যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শারমীন কবির, সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল ইসলাম প্রমুখ।

দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন যুব প্রশিক্ষণ কেন্দ্র বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ আল মিসবাহ।

অনুষ্ঠানে সিলেট জেলার অধীনে বিভিন্ন উপজেলা ১০৮ জন যুব ও যুব মহিলাদের মধ্যে ৫১ লক্ষ ৩০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মোড়ালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের কর্মকর্তা-কর্মচারী ও যুব নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.