Sylhet Today 24 PRINT

জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি ও ইমা-লেগুনা মালিক সমিতির মতবিনিময়

জৈন্তাপুর প্রতিনিধি |  ২০ আগস্ট, ২০২০

জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সাথে সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতিr (রেজি. নং সিলেট ০০১৩) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টায় দরবস্ত মা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবুল জাফর মওলা চৌধুরী।

এ সময় বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির উপদেষ্টা কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির উপদেষ্টা ফারুক আহমদ, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সদস্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য মুহিবুল হক, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, শাহআলম চৌধুরী, আব্দুর রশিদ, মাসুদ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার আব্দুন নুর, মাষ্টার ইসমাইল আলী, এনায়েত উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, ওমর ফারুক চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সদস্য গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন, হানিফ মোহাম্মদ, মো. মুহিব উল্ল্যাহ, জাকারিয়া মাহমুদ, কামরুজ্জামান, সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি জমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আকবর আলী, সহ সভাপতি সাইফুর, যুগ্ম সম্পাদক মিন্টু দেবনাথ, কোষাধ্যক্ষ মিলন মিয়া, সদস্য ইমতিয়াজ আলী প্রমুখ।

মতবিনিময় সভায় তামাবিল মহাসড়কে যাত্রীসেবার মানোন্নয়নে মালিক সমিতি ও শ্রমিক (চালক) সমিতি নিয়ে আগামী ২৬ আগস্ট বুধবার জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে এক যৌথ সভার সিদ্ধান্ত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.