সংবাদ বিজ্ঞপ্তি | ২০ আগস্ট, ২০২০
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোক বার্তায় তিনি বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা মিজান চৌধুরীর বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী খালেদ চৌধুরী আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন। তিনি আর্ত মানবতার কল্যাণে ও সমাজের অসহায় মানুষের জন্য কাজ করেছেন। খালেদ চৌধুরীর মৃত্যুতে জেলা বিএনপি গভীরভাবে শোকাহত।
এছাড়া মৃতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।