Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সামাদ

ডেস্ক রিপোর্ট |  ২২ অক্টোবর, ২০১৫

সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য নানা মুখী প্রকল্প বাস্তবায়ন করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধিন সরকারের আমলে সিলেট-৩ নির্বাচনী এলাকায় যে উন্নয়ন সাধিত হয়েছে অতীতে আওয়ামীলীগ সরকার ব্যতিত কোন সরকার তা করতে পরেনি। এই এলাকার জনপ্রতিনিধি হিসেবে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে জন্য আমি আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। বাংলাদেশ একটি প্রাকৃতিক সম্পদে ভরপুর দেশ। এদেশের জনগণ ইচ্ছে করলে কর্মের মাধ্যমে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিজেকে স্বাভলম্বি করার পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশকে মধ্য আয়ের দেশে হিসেবে পরিণত করতে পারবে।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গতকাল ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে ১ কোটি ১৮ টাকা ব্যয়ে দক্ষিণ সুরমা উপজেলা প্রাণী সম্পদ উন্নয়ন কেন্দ্রের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ৪৪ লাখ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ে নির্মিত নৈখাই মাঝপাড়া রাস্তার উদ্বোধনী পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে ও সেলিম আহমদ মেম্বারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, জেলা প্রাণী সম্পদক কর্মকর্তা নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব চুনু মিয়া, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাইস্তা মিয়া।

উপজেলা জামে মসজিদের ইমাম হাফিজ সেলিম আহমদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা ডা. এ.বি.এম জালাল উদ্দিন, ভেটেরিনারী সার্জন ডা. মোছাঃ কামরুন্নাহার আক্তার, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, নজমুল আলম, বুরহান উদ্দিন, হাজী দুদু মিয়া, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, অধ্যাপক মুহিবুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আকরাম হোসেন, পারভেজ আহমদ, জুলহাস আহমদ, নজির আলী নজই, আব্দুল গফফার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম আহমদ, রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি ডাঃ জুয়েল আহমদ, রুহুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.