Sylhet Today 24 PRINT

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বড়লেখায় নিসচা’র মাসব্যাপী কর্মসূচি

নিউজ ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০২০

‘মুজিব বর্ষের শপথ, সড়ক করব নিরাপদ’ এই প্রতিপাদ্য নিয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা শাখা মাসব্যপী কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি নিসচার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কর্মসূচির ঘোষণা করা হয়।

কর্মসূচি ঘোষণা উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন নিসচা বড়লেখা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপন। সদস্য সচিব আইনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা বড়লেখা শাখার উপদেষ্টা সাংবাদিক সুলতান আহমদ খলিল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নিসচা বড়লেখা শাখার যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলাম, সদস্য আব্দুল আজিজ, আইনজীবী সহকারী গোলাম কিবরিয়া, আমান হাসান, রমা কান্ত দাস, আলী হোসেন, রাসেল আহমদ, নজমুল ইসলাম, সাদমান সাইদ ফারাবী, নাঈম ইসলাম।

কর্মসূচির মধ্যে রয়েছে- জনসচেতনতা মূলক প্রচারপত্র বিলি, গণপরিবহনে স্টিকার বিলি, জনসচেতনতা মূলক প্রচারণা, বৃক্ষরোপণ, সকল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান, চালক ও যাত্রীদের মধ্যে বিনামূল্যে মাক্স বিতরণ, পরিবহন শ্রমিকদের সাথে মতবিনিময়, জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা, জাহানারা কাঞ্চনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, ঝুঁকিপূর্ণ সড়কের পাশে জনসচেতনতা মূলক সাইনবোর্ড স্থাপন। করোনা সংকটের কারণে স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.