Sylhet Today 24 PRINT

রায়হান হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শ্রমজীবী নাগরিকের মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ অক্টোবর, ২০২০

পুলিশ ফাঁড়িতে এসআই আকবর কর্তৃক রায়হান হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে মানববন্ধন করেছেন সর্বস্তরের শ্রমজীবী নাগরিক। এসময় তারা দেশব্যাপী নারী ধর্ষণ, নির্যাতনেরও প্রতিবাদে করেন।

রোববার (১৮ অক্টোবর) নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডে মানববন্ধনে সভাপতিত্ব করেন মুরব্বি হাজী মোহাম্মদ দিলু মিয়া। মানববন্ধন পরিচালনা করেন যুব সংগঠক আব্দুল মালেক। প্রধান অতিথির দেন যুব সংগঠক ছাদিকুর রহমান ছাদিক।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সুলতান আহমদ বাবু, কয়েছ আহমদ সাগর, হাজী রইছ আলী, সাংবাদিক শেখ মোহাম্মদ লুৎফুর রহমান, ফয়সল আহমদ, পলাশ আহমদ, শামীম আহমদ, রফিক উদ্দিন, মমতাজ হোসেন মুন্না, মামুন আল হেলাল, জুবের আহমদ, আব্দুল্লাহ শফি শাহেদ, হাবিবুর রহমান জুয়েল, শাকিল আহমদ খান, ফয়জুর রহমান ফয়েজ, হাবিবুর রহমান হাবিব, আসাদ আহমদ, আব্দুর রহিম, রুহুল আহমদ, শের ইসলাম, বেলু ভ‚ইয়া, সাজ মিয়া, বুরহান উদ্দিন, রুশন আলী, সবর আলী, শিপন চন্দ্র, আব্দুল মান্নান, জুনেদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.