Sylhet Today 24 PRINT

ধর্ষণ, হত্যা, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে পল্লী সমাজের মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৭ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জ সদর উপজেলার বদিপুর পল্লী সমাজের উদ্যোগে দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনসহ গণধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে ইউপি সদস্য মো. নুরুল হকের সভাপতিত্বে ও ব্র্যাক কর্মসূচীর সংগঠক মো. হাকিমুল ইসলামের পরিচালনায় উপস্থিত ও বক্তব্য দেন পল্লী সমাজ সভাপ্রধান মোছা. মিনারা, সাধারণ সম্পাদক তাসলিমা বেগম, কোষাধ্যক্ষ শিরিয়া বেগম, সদস্য করিমুন, আপিয়া, জাহানারা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্কুল কলেজের শিক্ষার্থী, সকল শ্রেণী পেশার জনগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশুরা আজ কোথাও নিরাপদ নয়। এসব ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় যদি দ্রুত বিচার হতো তাহলে আর এরকম ঘটনার পুনরাবৃত্তি হতো না। তাই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এসব লম্পটদেরকে গ্রেপ্তার করে দ্রুত বিচার করে কঠোর শাস্তি দেওয়া হোক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.