Sylhet Today 24 PRINT

মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মোহিনী সমাজ কল্যান সমিতির বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০১ নভেম্বর, ২০২০

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সিলেট নগরীর লামাপাড়া এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা লামাপাড়া এলাকায় প্রথমে মানবন্ধন ও পরে উপশহর পর্যন্ত প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মোহিনী সমাজ কল্যান সমিতি আয়োজিত এই প্রতিবাদে  ২০ ও ২১ নং ওয়ার্ডের সকল মসজিদের ইমাম মুসল্লিসহ যোগ দেন।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন মোহিনী সমাজ কল্যান সমিতির সভাপতি কয়েছ আহমদ। এছাড়াও বিভিন্ন পাড়া মহল্লার সামাজিক সংগঠনগুলোর সভাপতি সেক্রেটারি সহ মুরুব্বিয়ানরা বক্তব্য রাখেন।

তারা বলেন মুসলমানদের প্রিয় নবী হাজার বছরের শ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সঃ) প্রতি যারা নুন্যতম শিষ্টাচার প্রকাশ করেনা বরং তাকে নিয়ে অবমাননা কর ব্যংগচিত্র তৈরি করে তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল ও মানববন্ধন। শান্তির ধর্ম ইসলামকে অশান্ত করার হীন চক্রান্তকারী ফ্রান্স সরকারকে অবিলম্বে এ ব্যাপারে ক্ষমা চাওয়ার আহবান জানান বক্তারা।

মানবন্ধন শেষে মিছিল নগর প্রদক্ষিন করে। এতে নানা শ্রেণীর মানুষ যোগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.