Sylhet Today 24 PRINT

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ নভেম্বর, ২০২০

সিলেট নগরীর আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিদেশগামীদের করোনা পরবর্তী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়ালিউল্লা মোল্লা’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কারপোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আযম খান।

টিটিসি’র সিনিয়র ইন্সট্রাক্টর রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন দি নিউ নেশন ও দৈনিক আজকালের খবর’র সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, টিটিসি’র চীফ ইন্সট্রাক্টর শামীমা আক্তার, মোজাফ্ফর হোসেন, শিরিন আক্তার, শাহ আলম পাটোয়ারী, সিনিয়র ইন্সট্রাক্টর মনিরুজ্জামান মনির, বাপ্টু পুরকায়স্থ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনায় করেন ইন্সট্রাক্টর মোয়াজ্জেম হোসেন। এসময় প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.