Sylhet Today 24 PRINT

শ্রদ্ধা-ভালোবাসায় কমরেড আবুল হোসেনকে শেষ বিদায়

সংবাদ বিজ্ঞপ্তি  |  ২০ নভেম্বর, ২০২০

শ্রদ্ধা-ভালোবাসায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সাবেক সভাপতি শ্রমিক নেতা কমরেড আবুল হোসেনকে শেষ বিদায় জানানো হয়েছে। প্রগতিশীল রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সিলেটের সর্বস্তরের জনগণ এ শ্রদ্ধা জানান। 

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রিয় শহিদ মিনারে তার মরদেহ আনা হয়। এসময় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তাকে শেষ শ্রদ্ধা জানান। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কমরেড আবুল হোসেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কমিটির সার্বিক তত্বাবধানে জেলা সভাপতি কমরেড সিকান্দর আলী, সাধারণ সম্পাদক ইন্দ্রানী সেন শম্পা, দীনবন্ধু পালসহ জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে কাস্তেহাতুড়ি খচিত পার্টির পতাকা দিয়ে আন্তর্জাতিক সঙ্গীতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এছাড়া সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ১৪দল, বাংলাদেশ আওয়ামীগের সাবেক কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ জাসদ সিলেট জেলা ও মহানগরের পক্ষে অ্যাডভোকেট জাকির হোসেনসহ নেতৃবৃন্দ, সিপিবি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ সিলেট জেলা ও মহানগরের পক্ষে একে কিবরিয়া চৌধুরী, গিয়াস আহমেদ, আমিরুল আসলাম চৌধুরী এহিয়া, সাম্যবাদী দল সিলেট জেলা সম্পাদক কমরেড ধীরেন সিংহ, কমরেড ব্রজগোপাল চৌধুরী, বাসদ মার্কসবাদী সিলেটের সমন্বয়কারী কমরেড উজ্জল রায়, অ্যাডভোকেট হুমায়ুর রশিদ সুয়েব, বাসদ সিলেটের সমন্বয়ক কমরেড আবু জাফর, প্রনবজ্যোতি পাল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সভাপতি এনায়েত হাসান মানিক, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাসদ মাকর্সবাদী পাঠচক্র ফোরমের সংগঠক শুশান্ত সিনহা, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, ১৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, ডাঃ আরমান আহমেদ শিপলু, সংবাদপত্র হকার্স সমিতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ যুবমৈত্রী, বাংলাদেশ নারীমুক্তি সংসদ, বাংলাদেশ ছাত্রমৈত্রী, দূর্নীতিমুক্ত বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে হযরত মানিকপীর কবরস্থানে সমায়িত করা হয়।

উল্লেখ্য, কমরেড আবুল হোসেন ১৯৬৩ সালের ১লা জানুয়ারি সিলেটে জন্মগ্রহন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। কমরেড আবুল হোসেন পেশাগত জীবনে একজন সংবাদপত্র এজেন্সি ব্যবসায়ী ছিলেন। আশির দশকে শ্রমিক আন্দোলনের মাধ্যমে সরাসরি তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। শ্রমিকদের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করতে সংবাদপত্র হকার্স ইউনিয়ন, ভ্যান শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন গড়ে তোলেন। বিশিষ্ট বাম রাজনীতিবিদ কমরেড ইসহাক কাজলের হাত ধরে তিনি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত হন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ওয়ার্কার্স পার্টির সাথে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘদিন ওয়ার্কার্স পার্টি সিলেট জেলার সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি পার্টির সিলেট জেলা কমিটির সভাপতির দায়িত্ব নেন এবং কেন্দ্রিয় সদস্য নির্বচিত হন। মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজপথের লড়াকু সৈনিক আজীবন বিপ্লবী আবুল হোসেন শ্রমিক আন্দোলনের পাশাপাশি স্বৈরাচার বিরোধী আন্দোলন, তত্বাবধায়ক সরকারের দাবী আন্দোলন, টিপাইমুখবাঁধ বিরোধী আন্দোলন, শাবিপ্রবি নামকরণের আন্দোলন, তেল -গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষার আন্দোলন, অর্পিত সম্পত্তি রক্ষার আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলনসহ আঞ্চলিক ও জাতীয় সকল আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.