Sylhet Today 24 PRINT

পিআইবির প্রশিক্ষণ পেলেন মৌলভীবাজারের ১০৫ সাংবাদিক

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৫ নভেম্বর, ২০২০

মৌলভীবাজারের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ১০৫ সাংবাদিককে প্রশিক্ষণ দিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। তিন ধাপে ৯ দিনের প্রশিক্ষণ কর্মশালায় অনুসন্ধানমূলক রিপোর্টিং ও সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সহযোগিতায় গত ১৬ নভেম্বর শুরু হয় প্রথম ধাপে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা। এ ধাপে জেলা পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

১৯ নভেম্বর শুরু হওয়া দ্বিতীয় ধাপে তিন দিনের কর্মশালায় শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং রাজনগর উপজেলার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

২১ নভেম্বর শুরু হয় শেষ ধাপের কর্মশালা। এতে বড়লেখা, জুড়ী এবং কুলাউড়া উপজেলার ৩৫জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে পিআইবি’র নিয়মিত প্রশিক্ষকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিকরা প্রশিক্ষণ প্রদান করেন।

সোমবার (২৪ নভেম্বর) দুপরে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমেদ, পুলিশ সুপার ফারুক আহমদ, পিআইবির প্রশিক্ষক জিলহাস উদ্দিন নিপুণ।

বিজ্ঞাপন

এছাড়া ঢাকা থেকে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ।

অংশগ্রহণকারীদের মধ্য থেকে বক্তব্য দেন সাংবাদিক আব্দুর রব, আজিজুল ইসলাম ও সাইফুল ইসলাম সুমন। পরে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন অতিথিরা।

এর আগে প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ এবং জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

দ্বিতীয় ধাপের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.