Sylhet Today 24 PRINT

শীতের কাপড় নিয়ে ছিন্নমূল ও পথশিশুদের পাশে ‘শঙ্খচিল’

সিলেটটুডে ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২০

সিলেটে বাড়ছে শীতের তীব্রতা। এতে দুৃর্ভোগ বাড়ছে নিম্ন আয়ের মানুষদেরও। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঘরহীন ছিন্নমূল মানুষেরা। সেইসব ছিন্নমূল মানুষ ও পথশিশুদের পাশে দাঁড়িয়েছে 'শঙ্খচিল' নামের একটি সামাজিক সংগঠন।

সোমবার (১৪ ডিসেম্বর) শঙ্খচিল-এর পক্ষ থেকে অসহায় ও অসচ্ছল প্রায় ৫০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। করোনা পরিস্থিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে তাদের হাতে শীতবস্ত্র ও খাবার তুলে দেন শঙ্খচিলের কর্মীরা।

সংগঠনের সদস্যরা জানান, শীতবস্ত্র বিতরণের জন্য ১ ডিসেম্বরের থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুদান সংগ্রহ করা হয়।

তারা জানান, 'শঙ্খচিল' সামাজিক সংগঠন ২০১৮ সাল থেকে অসহায় মানুষ ও পথশিশুদের নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় প্রতিবারের মতো এইবার শীতেও অসহায় মানুষদের কাছে তুলে দেওয়া হয় শীতের কাপড়।

নগরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- বিপ্লব দেব, মারুফ হোসেন, ফাহিম আহমেদ, অপুর্ব রজক, আব্দুল্লাহ আল ফাহিম, জাবেদুর রহমান, পল্লব দে, সন্দীপ দাশ, আব্দুল্লাহ আমিন,ওসমান গনি, সৌরভ তালুকদার, দেবাঞ্জলি তৃষা, রেজওয়ান ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.