Sylhet Today 24 PRINT

খালপার জাগরণী জনকল্যাণ সমিতির কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মো.ল্লাগাঁও ইউনিয়নের খালপার জাগরণী জনকল্যাণ সমিতির ২০২১-২০২২ সেশনের দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে স্থানীয় খিত্তা খালপার প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়।

খিত্তা খালপার গ্রামের মুরব্বি হাজী হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক সুবেল আহমদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খিত্তা খালপার গ্রামের মুরব্বি জিয়াউল ইসলাম, ডাক্তার তায়েফ আহমদ, হাজী লিয়াকত আলী প্রমুখ। সমিতির সভাপতি হাফিজ ইউসুফ আহমদ সাইফের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সমিতির অর্থ সম্পাদক ইমাদ উদ্দিন নোমান।

সভায় সভাপতি পদে ৪ জন প্রার্থী হওয়ায় সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন। অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে সমিতির সভাপতি হাফিজ ইউসুফ আহমদ সাইফ আগামী ২ বছরের জন্য মো.. রাবেল আহমদ-কে সভাপতি ও মো.. জাকারিয়া আহমদকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন- সভাপতি মো. রাবেল আহমদ, সিনিয়র সহ সভাপতি শেখ আরিফ উদ্দিন, সহ সভাপতি মওদুদ আহমদ, মো. মঞ্জুর আহমেদ ও সুবেল আহমেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মান্না, সহ সাধারণ সম্পাদক আলীউল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফুল ইসলাম এহসান, সহ সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ, অর্থ সম্পাদক ইমাদ উদ্দিন নোমান, সহ অর্থ সম্পাদক তামিম আহমদ, দপ্তর সম্পাদক জাকারিয়া আহমেদ মুমিন, সহ দপ্তর সম্পাদক সাইদুর রহমান উজ্জল, প্রচার সম্পাদক নাহিদ আহমদ, সহ প্রচার সম্পাদক আমিনুর রহমান স্বপন, সমাজ কল্যাণ সম্পাদক সাঈদ আহমদ, সহ সমাজ কল্যাণ সম্পাদক কামরান আহমদ, ক্রীড়া সম্পাদক কুব্বারুল ইসলাম সাজন, সহ ক্রীড়া সম্পাদক রাহিম আহমদ, ধর্ম সম্পাদক আব্বাস আহমেদ, সহ ধর্ম সম্পাদক আদনান আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মিরাজ আহমেদ, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক সাজন আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সুমন আহমেদ, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সাকিব আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইমুর রহমান সানি, প্রতিনিধি মিনহাজ আহমেদ ও ফেরদৌস আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.