Sylhet Today 24 PRINT

কামালবাজারে এফআইভিডিবি সূচনা প্রকল্পের সমাপনী

সংবাদ বিজ্ঞপ্তি |  ২১ ডিসেম্বর, ২০২০

সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়ন পরিষদে এফআইভিডিবি সূচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের মেয়াদ তিন বছর শেষ হওয়ার পর সুবিধাভোগী নারীদের নিয়ে এ সমাপনী সভায় সভাপতিত্ব করেন কামাল বাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক তন্ময় আদিত্য।

সূচনা প্রকল্পের গভর্ণন্যান্স এন্ড এডভোকেসি সাহিদা আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের প্রজেক্ট কো অর্ডিনেটর ফাহিম সারোয়াত, উপজেলা সমন্বয়কারী গোলাম মোস্তফা, ইউপি সচিব সুবর্ণা রাণী দে, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক আতিকুল হক, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা হাসিনা সুলতানা ও  ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক এনায়েত উল্লাহ।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে  কামাল বাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক তন্ময় আদিত্য বলেন, সূচনা প্রকল্প কামালবাজারে পুষ্টির ক্ষেত্রে যে অগ্রযাত্রা তৈরি করে দিয়েছে তার ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করে যেতে হবে। তাদের কার্যক্রম সকল মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। অনেক নারী স্বাবলম্বী হয়েছেন। যদি সুযোগ থাকতো তাহলে সূচনা প্রকল্পকে কামালবাজারে রেখে দিতেন বলে মন্তব্য করেন প্রশাসক।

এ সময় উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন শঙ্করী দেব ও সংযমী রাণী দাস। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অর্ধশত মানুষ অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.