Sylhet Today 24 PRINT

নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে একের পর এক বাংলাদেশি হত্যা হচ্ছে : পংকী

সংবাদ বিজ্ঞপ্তি  |  ২১ ডিসেম্বর, ২০২০

সিলেট মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, ‘নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে একের পর এক বাংলাদেশী হত্যাকান্ডের শিকার হচ্ছে’।

সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির ভাতালিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালোব্যাজ ধারণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ‘বর্তমান অনির্বাচিত নতজানু সরকারের দুর্বল নীতির কারণে সীমান্তে হত্যা বিরামহীনভাবে চলছে। মানবিক অধিকার লঙ্ঘন করে এই সকল হত্যাকাণ্ড ঘটার পরেও সরকার নির্বিকার ভূমিকা পালন করে যাচ্ছে। তিনি অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করে বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান’।

মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, মাহবুব চৌধুরী, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল মিয়া, যুব বিষয়ক সম্পাদক মির্জা বেলায়েত হোসেন লিটন, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সমবায় বিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন।

উপস্থিত ছিলেন আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক খছরুজ্জামান, সহ শিল্প বিষয়ক সম্পাদক নাজির হোসেন, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক উজ্জল রঞ্জন চন্দ, রফিকুল ইসলাম, তানিয়া রহমান, হাফসা খান, জাবেদুল ইসলাম দিদার, মহানগর যুবদল নেতা আব্দুল্লাহ শফী সাহেদ, জেলা যুবদল নেতা রায়হান আহমদ, ওসমানী গণি, মহানগর যুবদল নেতা বদরুল ইসলাম, নাজিম উদ্দিন, হাবিবুর রহমান, বাবুল আহমদ, ফয়েজ আহমদ, রুবেল আহমদ, মলয় পাল ধর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.