Sylhet Today 24 PRINT

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সিলেটটুডে ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০২১

রেলক্রসিং পার হওয়ার সময় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জেলা জজ আদালতের জারিকারক রুহুল আমিন ও আব্দুস সেবামানের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার টিকার দুজন সরকারি কাজে পীরগঞ্জ গিয়েছিলেন বলে জানা গেছে।

রুহুল আমিন সদর উপজেলার সালের দেওয়াও গ্রামের মৃত ফয়সাল আমিনের এবং আসুস সেবাহান আকচা কাজীপাড়ার মৃত কলিম উদ্দিনের ছেলে। দুজনের মধ্যে আব্দুস সামাদ সদ্য অবসরপ্রাপ্ত বলে জানা গেছে।

পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী  দ্রুতযান এক্সপ্রেস পীরগঞ্জ স্টেশনের পৌঁছার আগেই রেল ক্রসিং পারের সময় মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বাদল ইসলাম বলেন, সকালে হালকা কুয়াশা ছিল। ট্রেন যাওয়ার সময় দুই মোটরসাইকেল আরোহী পার হচ্ছিলেন। এ সময় ধাক্কা লাগলে ওই দুজন প্রাণ হারায়।

স্থানীয় বাসিন্দা আকতারুল ইসলাম বলেন, এই রেল ক্রসিং-এ কোনো গেটম্যান নাই। সব সময় ফাঁকা থাকে।

গেটম্যান বা ট্রেন যাওয়ার সময় এখানে দায়িত্বরত লোক থাকলে এমন ঘটনা ঘটত না বলে জানান তিনি।

দিনাজপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে বলে জানান পীরগঞ্জ স্টেশন মাস্টার এসএম মুক্তারুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.