Sylhet Today 24 PRINT

মোগলাবাজার থানায় ‘উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও জনতার ভূমিকা’ বিষয়ে আলোচনা

সংবাদ বিজ্ঞপ্তি  |  ২৫ জানুয়ারী, ২০২১

মোগলাবাজার থানায় দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এবং উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় ‘উগ্রবাদ প্রতিরোধে পুলিশ ও জনতার ভূমিকা’ বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) উগ্রবাদ সম্পর্কৃত নানাবিধ ইস্যু এবং উগ্রবাদ প্রতিরোধে আইনের বিধান সম্পর্কে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে মোগলাবাজার থানা প্রাঙ্গণে কর্মশালা হয়।

আইডিয়া পিস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুদীপ্ত চৌধুরীর সঞ্চালনায় প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন এসএমপি মোগলাবাজার থানার সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে, অফিসার ইনচার্জ মো. সামসুদ্দোহা (পিপিএম), মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান, ইসলামিক ফাউণ্ডেশন সিলেটের মাস্টার ট্রেইনার মুহাম্মদ মামুনুর রশীদ।

আলোচনায় কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র-ছাত্রী সহ মোট ৬০ জন অংশগ্রহণ করেন।

দি এশিয়া ফাউন্ডেশন, আইডিয়া এবং পিস প্রকল্প নিয়ে আলোচনা করেন পিস-প্রকল্প আইডিয়ার উপজেলা ফেসিলিটেটর উজ্জল দেব।

দি এশিয়া ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরী সহায়তায় উন্নয়ন সংস্থা আইডিয়া কর্তৃক বাস্তবায়নকৃত ‘পিস’ প্রকল্পটি সিলেট সিটি করপোরেশনসহ সিলেট সদর, জৈন্তাপুর ও গোলাপগঞ্জ উপজেলার ৮টি থানায় মোট ১০০টি কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে ডিসেম্বর ২০১৯ থেকে কার্যকরভাবে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করা, পুলিশ ও কমিউনিটির মধ্যে তথ্য বিনিময় এবং নানাবিধ প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে উগ্রবাদ বিরোধী প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.