Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৩ ফেব্রুয়ারী, ২০২১

জনতা ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ এরিয়া অফিসের শাখা ব্যবস্থাপক সম্মেলন গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জস্থ হোটেল রয়েল ইন এ অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ এরিয়া অফিসের উপ মহাব্যবস্থাপক রতন কুমার দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় কার্যালয়ের মহা ব্যবস্থাপক লায়েস আহমদ সাদরুল আলম।

তিনি তার বক্তব্যে বলেন, জনতা ব্যাংক লিমিটেড একটি রাষ্ট্রায়ত্ত ২য় বৃহত্তর সরকারী ব্যাংক। এ ব্যাংকের নিকট সাধারণ মানুষের অনেক চাওয়া রয়েছে। তাই ব্যাংক কর্মকর্তাদের সরকারী ব্যাংক হিসাবে সরকারের সহযোগিতার পাশাপাশি জনগণের সেবার দিকে খেয়াল রাখতে হবে। ব্যাংকে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে  লাভজনক ব্যাংক হিসেবে অতীত ঐতিহ্য ধরে রাখতে হবে। তিনি ব্যাংকে কর্মরত সবাইকে জনগণের সেবক হিসেবে কাজ করার আহবান জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড, সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক সন্দ্বীপ কুমার রায়, সুনামগঞ্জ এরিয়া অফিসের সহকারি মহা ব্যবস্থাপক মো. আনোয়ার আল রশীদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক রঞ্জিত লাল সোমসহ সুনামগঞ্জ এরিয়াধীন ১১টি শাখার ব্যবস্থাপকগন।

শাখা ব্যবস্থাপক সম্মেলনে ব্যাংকে ২০২০ সালের ব্যবসায়িক অর্জনের মূল্যায়ন ২০২১ইং সালে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.