Sylhet Today 24 PRINT

অপশক্তি নির্মূলে ঐক্যবদ্ধ থাকতে হবে: বিজয়া পুনর্মিলনীতে বক্তারা

নিউজ ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৫

সম অধিকার ও সম মর্যাদা প্রতিষ্ঠায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাজ করছে। দেশে সংখ্যালঘুদের অস্তিত্ব এবং স্বার্থ রক্ষায় সংগঠনের ভূমিকা অনন্য। সংখ্যালঘুদের উপর আঘাত এখন নিত্যদিনের ঘটনা। এসকল কর্মকাণ্ড থেকে মুক্তি পেতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার দুপুরে ১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা গুলো বলেন।

দক্ষিণ সুরমার চান্দাই নজরপুর শ্রীশ্রী গোপাল জিউ সেবা সংঘের আয়োজনে অনুষ্ঠানে গোপেশ দাসের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এড. নিরঞ্জন কুমার দে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক রজত ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক অরুণ দেবনাথ সাগর, বড়ই কান্দি ইউপির চেয়ারম্যান হাবিব হোসেন, পূজা পরিষদ. নেতা শ্যামল কান্তি চন্দ, প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র, মনমোহন দেবনাথ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.