Sylhet Today 24 PRINT

৪৪তম জাতীয় সমবায় দিবস উদযাপনের আয়োজন

ডেস্ক রিপোর্ট |  ০৬ নভেম্বর, ২০১৫

আগামী ৭ই নভেম্বর ২০১৫ খ্রিঃ রোজ শনিবার “সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ৪৪তম জাতীয় সমবায় দিবস উদযাপনের লক্ষ্যে সমবায় বিভাগ, সিলেটের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার, সিলেট জনাব মো: জামাল উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সিলেট এবং জনাব আশফাক আহমদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সিলেট সদর, সিলেট । সভাপতিত্ব করবেন জনাব মো: খোরশেদ আলম, যুগ্ম নিবন্ধক বিভাগীয় সমবায় দপ্তর, সিলেট।

ঐদিন সকাল ৯-৩০ মিঃ সমবায় র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় হতে শুরু হয়ে কবি নজরুল অডিটোরিয়াম, রিকাবী বাজারে শেষ হবে। ১০ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিবৃন্দ ও সমবায়ীদের আসন গ্রহণ, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, স্বাগত ভাষণ, সমবায়ীদের বক্তব্য, বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় সমিতিকে পুরস্কার, সভাপতির সমাপনী বক্তব্যও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মাধ্যমে দিবসটি উদযাপিত হবে।

এতে সকলের সাদর আমন্ত্রণ জানিয়েছেন জেলা সমবায় অফিসার সিলেট মোহাম্মদ মাহবুবুল হক হাজারী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.