Sylhet Today 24 PRINT

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে প্রগতিশীলদের বিক্ষোভ

সংবাদ বিজ্ঞপ্তি  |  ০৩ মার্চ, ২০২১

লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত, মৃত্যুর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার ৮ জনের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল সংগঠন ও ব্যক্তিবর্গরা।

আজ বুধবার (৩ মার্চ) বিকেল সাড়ে চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সাধারণ সম্পাদক সাদিয়া নওশীন তাসনিমের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মতিউর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাবেক সভাপতি রেজাউর রহমান রানা, ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্দ দাস, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচ, ছাত্র ফ্রন্ট শাবিপ্রবি শাখার সভাপতি তৌহিদুজ্জামান জুয়েল প্রমুখ।

এসময় সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিউল এহসান ও কাজল দাস।

এসময় বক্তারা বলেন, ‘বর্তমান সরকার স্বৈরতান্ত্রিক কায়দায় মানুষের মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে। রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে।’

‘‘শুধুমাত্র মত প্রকাশের কারণে কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু হয়েছে। তিনি বার বার জামিন আবেদন করেও জামিন পাননি। কিন্তু যারা দুর্নীতি, লুটপাট, মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত তারা জামিন পেয়ে দেশ ছেড়ে পালাচ্ছে। বর্তমান সরকার নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে কিন্তু এই ডিজিটাল নিরাপত্তা আইনটাই স্বাধীনতার চেতনার পরিপন্থী।’’

বক্তারা আরও বলেন, ‘একদিকে সরকার যেমন ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষকে মত প্রকাশের জন্য গ্রেপ্তার করছে অন্যদিকে রাজপথে মিছিল সমাবেশে পুলিশ দিয়ে হামলা চালাচ্ছে। কিন্তু হামলা-মামলা ও গ্রেপ্তার করে এই আন্দোলনকে দমানো যাবে না।’

তারা বলেন, ‘লেখক মুশতাকের মৃত্যুর বিচার করতে হবে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনটি বাতিল করতে হবে। সর্বশেষ সাতজন ছাত্র নেতা ও একজন শ্রমিক নেতাসহ গ্রেপ্তার আটজন রাজবন্দিকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। না হলে আগামীতে সর্বস্তরের ছাত্র-জনতাকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.