Sylhet Today 24 PRINT

সার্ক কালচারাল সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির অনুমোদন

ডেস্ক রিপোর্ট |  ০৭ নভেম্বর, ২০১৫

সার্ক কালচারাল সোসাইটি সিলেট বিভাগীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩১ অক্টোবর সার্ক কালচারাল সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি ও সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংবাদিক মঞ্জুর হোসেন খান-কে সভাপতি ও রায়হান উদ্দিন নয়ন-কে সাধারণ সম্পাদক করে ১৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।

সার্কভূক্ত ৮টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে সংঘঠিত সার্ক কালচারাল সোসাইটি বাংলাদেশের ৫২টি জেলায় তাদের কমিটি রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় এই কমিটির অনুমোদন দেওয়া হলো। ৩০ ও ৩১ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সোসাইটির মৈত্রী উৎসবে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোরসেদ মিয়া, সহ সভাপতি দেবজ্যোতি দে বাবলু, অর্থ সম্পাদক হোসাইন বিন নজির, সাংগঠনিক সম্পাদক সাবেল আহমদ, দপ্তর সম্পাদক মিটু মিয়া, প্রচার সম্পাদক জুনেদ আহমদ, প্রকাশনা সম্পাদক আবদাল হোসেন, কল্যাণ ও পূর্ণবাসন সম্পাদক সুরঞ্জিত দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ হোসেন খান, মানবাধিকার বিষয়ক সম্পাদক এস.এম. মাসুদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, পরিবেশ উন্নয়ন বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল আহমদ ও নির্বাহী সদস্য রাজিব আহমদ।

উল্লেখ্য, উক্ত মৈত্রী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ছিলেন, ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী লোকসভার বর্তমান এমপি অধ্যাপক সৌগত রায়, ত্রিপুরা বিধান সভার বিরোদলীয় নেতা বর্তমান এমপি সুদীপ রায় বর্মন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ত্রিপুরার মুখপাত্র অরুন কান্তি ভৌমিক, সার্ক কালচারাল সোসাইটির চেয়াম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন দে, ভারতের ত্রিপুরার সিনিয়র সাংবাদিক অরুণ চক্রবর্তী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.