Sylhet Today 24 PRINT

তাঁতী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ০৮ নভেম্বর, ২০১৫

সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান বলেছেন, দেশে বা বিদেশে যেখানেই বসে যতই ষড়যন্ত্র করুক না কেন বেগম খালেদা জিয়ার সকল অবৈধ স্বপ্নকে দুঃস্বপ্নে পরিনত করবে বাংলার জনগন।

তিনি গতকাল শনিবার সন্ধায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতিসংঘ কর্তৃক মাননীয় প্রধামন্ত্রী দেশরন্ত শেখ হাসিনাকে চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ পুরস্কারে ভূষিত করায় বাংলাদেশ তাঁতী লীগ সিলেট মহানগর আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তাঁতী লীগ সিলেট মহানগর শাখার সভাপতি সাংবাদিক মোহাম্মদ বাদশা গাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহিদুর রহমান সুমন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রিয় আহবায়ক এনাজুর রহমান চৌধুরী, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রিয় যুগ্ন-আহবায়ক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, সাধনা দাশ গুপ্তা, সিলেট আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট গীতিকার প্রিন্স সদরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী লীগ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি সাংবাদিক এম এম শরীফুল আলম তুহিন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তাঁতী লীগের সদস্য অধ্যক্ষ জাহাঙ্গীর বিশ্বাস, এডভোকেট আমীর হোসেন, ঢাকা মহানগর তাঁতী লীগের উত্তর শাখার সভাপতি মো নেছার উদ্দিন, ঢাকা দক্ষিন শাখার সভাপতি আনোয়ার হোসেন কনক, সিলেট মহানগর তাঁতী লীগের সহ-সভাপতি জামরুল ইসলাম লিটন, নোমান আহমদ, কবির আহমদ, সহ-সাধারন সম্পাদক সুমন আহমদ তালুকদার, আব্দুস সোবাহান, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মো আব্দুল কাইয়ূম, আব্দুল করিম, মো আ শহিদ, মো খোকন, মাহফুজ রানা, আনা মিয়া, মোহাম্মদ শরীফ গাজী, রিক্তা রানী নাথ, মুন্নি দাস হাসিম, জহিরুল ইসলাম, হাবিব, বুলবুল আহমদ, আব্দুল হাই, আজিম, মো স্বপন মিয়া, মারুফ আহমেদ, মো মাসুক আহমেদ, আ গফুর, প্রিয়ঙ্কা চক্রবর্তী প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.