Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণ সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ এপ্রিল, ২০২১

‘গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাবৃদ্ধি করতে হবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম ডাক্তারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি ইউনিয়নের গ্রামীণ পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছেন।’ বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র উদ্যোগে বালাগঞ্জে গ্রাম ডাক্তারদের রিফ্রেসার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল একথা বলেন।

রোববার (৪ এপ্রিল) বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের হল রুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম শাহরিয়ার।

সিলেট জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তহুর আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র কেন্দ্রীয় সমন্বয়কারী ও প্রশিক্ষক গ্রাম ডাক্তার, জোবায়ের মোহাম্মদ খান আজাদ, সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মহাদিস বখত চৌধুরী, সিলেট সদর উপজেলার গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র সভাপতি হুমায়ুন করিব, জগন্নাথপুর উপজেলার সাংগঠনিক সম্পাদক গ্রাম ডাক্তার সৈয়দ হাসান আহমদ, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, প্রশিক্ষণার্থী আব্দুল আলী, সানজিদা বেগম, বিপ্লব ঘোষস্বামী, প্রভাত রঞ্জন দাশ, আব্দুন শহিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। সভায় বক্তারা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.