Sylhet Today 24 PRINT

অর্থমন্ত্রীকে প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির ধন্যবাদ

ডেস্ক রিপোর্ট |  ১০ নভেম্বর, ২০১৫

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি রেজিঃ নং এস ১২০৬৮ এর সিলেট জেলা কমিটি সাধারণ সভা আজ মঙ্গলবার সকাল ১২ ঘটিকার সময় সিলেট মহানগরের কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেট জেলা সাধারণ সম্পাদক প্রমথেশ দত্তের পরিচালনায় জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বাবু নিকেতন দাস সভাপতিত্ব করেন এবং সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন জেলা শাখার কোষাধ্যক্ষ আব্দুল মজিদ ও পবিত্র গীতা পাঠ করেন জেলা সদস্য কল্যাণ ব্রত বিশ্বাস।

সভায় ১ নভেম্বর সিলেটের কৃতি সন্তান অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত সচিবালয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক ঐক্যজোটের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভায় মিলিত হয়া ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এসময় শিক্ষকদের দাবী মন্ত্রী মহোদয় মনযোগ সহকারে শুনে তা পূরর্ণে আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিঃ সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ নুরুল আমীন। আরো বক্তব্য রাখেন জেলা শাখার সহসভাপতি স্বপন তালুকদার, আব্দুছ ছামাদ, আব্দুল আহাদ রফিক উদ্দিন, অজয় কুমার দে, জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, কবির উদ্দিন, ফখরুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, মহিলা সম্পাদক এস এম হাসিনা, জৈন্তাপুর উপজেলার আহ্বায়ক বিজেন দে, গোলাপগঞ্জ উপজেলার সভাপতি হানিফ আহমেদ, বুরহান উদ্দিন, জিয়াউর রহমান, নিকুঞ্জ চন্দ্র নাথ, মালেক আহমেদ, সৌমিত্র কুমার দাস, মিঠন চন্দ্র দাস, আব্দুল মজিদ, নুরুল ইসলাম, শামীম আহমেদ, কল্যাণব্রত বিশ্বাস, বদরুল ইসলাম,মালেক আহমেদ, তাহির উদ্দিন, ময়নুল হক, সৈয়দ শহীদুর রহমান রাজু, রাশেদ নেওয়াজ, মাহবুবুর রহমান, ফারহানা বেগম, সাহারা বেগম, সামসুল ইসলাম, রুমেনা বেগম, শামীম আক্তার, অহিদুল ইসলাম, রেজোয়ানুল বারী, মোঃ জাকারিয়া, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

সভায় বক্তরা সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে জেলার যে সকল উপজেলার পূর্ণঙ্গ কমিটি হয় নিয়ে সে গুলো গঠন করার জন্য জোর দেন। তূর্ণমূল পর্যায়ে সংগঠনকে সু-সংগঠিত করতে সবাইকে কাজ করার জন্য আহবান জানান।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.