Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের প্রবাসীর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২১

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ফটিকের উদ্যোগে পবিত্র মাহে রমজান ও কোভিড-১৯ পরিস্থিতির লকডাউনে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে এলাকার ৩০০ পরিবারের মাধ্যমে খাদ্য সামগ্রী হিসেবে তেল,ডাল, চানা, পেঁয়াজ,আলু, ময়দাসহনিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।

এ উপলক্ষে এক সভা গ্রামের প্রবীণ ব্যক্তি হাজী ঈসাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার পিতা প্রবীণ মুরব্বি হাজী আব্দুল রজাক, প্রবীণ মুরব্বি নজর আলী, ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ, সমাজসেবী উসমান বক্স, আব্দুল মনাফ, আব্দুল হামিদ, ফজর আলী, আসক আলী, খলিল মিয়া প্রমুখ
 
সভায় বক্তারা যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দুল ফটিকের মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন করোনা পরিস্থিতির লকডাউন ও আসন্ন মাহে রমজান উপলক্ষে আর্ত মানবতার সেবায় তাঁর এ অবদান সুবিধাভোগীরা কৃতজ্ঞ চিত্তে মনে রাখবে। পরে সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.