Sylhet Today 24 PRINT

সিলেটে আইসিইউ বাড়ানোর দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১২ এপ্রিল, ২০২১

সিলেটে করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ, আইসোলেশন শয্যা বাড়ানো ও লকডাউনে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষকে একমাসের রেশন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

সোমবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় নগরের শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মো. নাবিল এইচের সভাপতিত্বে ও মহানগর সংসদের নেতা নাহিদ হাসান প্রান্তিকের পরিচালনায় মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সহ-সভাপতি লাকি রানী দাস, মহানগর সংসদের সাধারণ সম্পাদক বিশাল দেব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রদ্যুত দাস ও মদন মোহন কলেজ সংসদের কোষাধ্যক্ষ মোহাইমিনুল ইসলাম মাহিন।

এসময় বক্তারা বলেন, ‘সরকারের অবহেলার কারণে আজ দেশে করোনা মহামারিতে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন অনেক মানুষ মৃত্যুবরণ করছেন। হাসপাতাল থেকে হাসপাতাল ঘুরেও আইসিইউ না পেয়ে মানুষের মৃত্যু ঘটছে। চিকিৎসা ও স্বাস্থ্যসেবায় দুর্নীতি-লুটপাটের কারণে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। ভোট ডাকাতির বর্তমান সরকার যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়নি ফলে জনগণের স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, কাজসহ কোনো অধিকার বাস্তবায়নে তারা দায়বোধ করে না।’

বক্তারা আরও বলেন, ‘সরকার একদিকে লকডাউন ঘোষণা করছে অন্যদিকে গার্মেন্টসসহ কলকারখানা চালু রেখে, দোকান-শপিং মল খোলা রেখে সংক্রমণ ছড়িয়ে দিচ্ছে। হতদরিদ্রদের খাদ্য, চিকিৎসা ও নগদ অর্থ না দিলে যে লকডাউন কার্যকর হবে না তা বার বার বলা সত্ত্বেও সরকার কর্ণপাত করছে না।’

এসময় বক্তারা বলেন, ‘অবিলম্বে সিলেটে সরকারিভাবে আইসিইউ ও আইসোলেশন শয্যার সংখ্যা বৃদ্ধি করতে হবে। বেসরকারি হাসপাতালসমূহে করোনা চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল ফলে সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিতে পারে না। তাই বেসরকারি হাসপাতালগুলো অধিগ্রহণ করে করোনা চিকিৎসা দিতে হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.