Sylhet Today 24 PRINT

বড়লেখায় অসচ্ছল মানুষের পাশে লন্ডন প্রবাসী দুই সহোদর

বড়লেখা প্রতিনিধি |  ২১ এপ্রিল, ২০২১

বড়লেখায় যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী দুই সহোদর আতিকুর রহমান ও ওয়াহিদুর রহমানের উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন, অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) নিজবাহাদুর ইউনিয়নের চরিয়া, দৌলতপুর গ্রামের ১০০ পরিবারকে এ খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হয়।

তাদের পক্ষে দেশে থাকা ছোট ভাই সুহেল আহমদ কর্মহীন, অসচ্ছল পরিবারগুলোর কাছে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন। এরমধ্যে ৫০টি পরিবারকে দেওয়া হয়েছে খাদ্যসামগ্রী ও ৫০টি পরিবারকে নগদ অর্থ।

এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী আতিকুর রহমান মুঠোফোনে বলেন, ‘দেশে করোনা সংক্রমনের প্রথম দিকেও আমরা প্রায় শতাধিক মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছি। লকডাউনে অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। আমাদের সাধ্যমতো কর্মহীন, অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এবারও কিছু মানুষকে নগদ অর্থ ও খাদসামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। আরো কিছু মানুষকে সহযোগীতা করার উদ্যোগ আছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.