Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে দুই যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২১

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামে দুই যুক্তরাজ্য প্রবাসীর অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। হিলালপুর গ্রামের আব্দুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী মো. দিলওয়ার হোসেন ও রেজিয়া রহিম মেমোরিয়াল ট্রাস্ট'র চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মুনিম জাহেদী ক্যারলের যৌথ অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায়-দরিদ্রদের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ২টায় এ ইউনিয়নের হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সভাপতি সুলেমান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজহার আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু।

হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা অ্যাডভোকেট কবির আহমদ বাবর, ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহিদ আলী , বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার যুক্তরাজ্যের সহ-সভাপতি আব্দুর রহমান খাঁন সুজা, আব্দুল আজিজ ও কনাই বিবি মেমোরিয়াল ট্রাস্টের উপদেষ্টা মোহাম্মদ কাওছার খাঁন, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকির ইসলাম।

আসাদুজ্জামান সাজুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন। বক্তব্য দেন হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সহ-সভাপতি জিয়ান আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহবুব রহমান, কোষাধ্যক্ষ সুফিয়ান জালালী।

অনুষ্ঠানে বক্তারা গোলাপগঞ্জে দুই যুক্তরাজ্য প্রবাসীর এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এই দুই প্রবাসী মিলে সব সময় অসহায় মানুষের পাশে থাকেন। তাদের মত দেশের বৃত্তবানদেরও অসহায় সাহায্যে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ ১৯৫টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। পবিত্র রমজান মাস উপলক্ষে এর আগেও এই দুই প্রবাসী ফুলবাড়ি ইউনিয়নের নয়টি ওয়ার্ডের মোট ৪৪৫ টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এছাড়াও তাদের পক্ষ থেকে ৯০টি পরিবারকে ১ মাসের খাবার দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.