Sylhet Today 24 PRINT

সাংবাদিক রোজিনাকে নির্যাতন: বিচার বিভাগীয় তদন্তের দাবি

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৮ মে, ২০২১

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ রাখা, শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা, তাকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় পাঠানো, ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের, জামিন না দিয়ে থানায় আটক রাখা, ৬ দিনের রিমান্ডে নেয়ার আবেদন এবং জামিন আবেদন বাতিল হয়ে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সিলেট বিভাগ সাংবাদিক সমিতি-সিবিসাস।

মঙ্গলবার (১৮ মে) সংগঠনের সভাপতি আজিজুল পারভেজ, সাধারণ সম্পাদক ঝর্ণা মনি এক বিবৃতিতে অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি এবং বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন।

তারা বলেন, একজন খ্যাতিমান সাংবাদিক, তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা সভ্য সমাজ ও রাষ্ট্রে কখনো কল্পনা করা যায় না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.