Sylhet Today 24 PRINT

রোজিনা’র নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিলেট গণতন্ত্রী পার্টি

সংবাদ বিজ্ঞপ্তি |  ২০ মে, ২০২১

দৈনিক প্রথম আলো’র জ্যৈষ্ঠ প্রতিবেদক, কারান্তরীণ রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও দায়ী দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টি।

পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২০ মে) গণতন্ত্রী পার্টি সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়া, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, দপ্তর সম্পাদক আজিজুর রহমান খোকন, কোষাধ্যক্ষ পদ্যুত রায়, সিলেট মহানগর কমিটির আহবায়ক মাছুম আহমদ, সদস্য সচিব শ্যামল কাপালী, যুগ্ম আহবায়ক অধ্যাপক প্রাণকান্ত দাস এই যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনেস্তার পর উল্টো তাকে ফাঁসানোর ঘটনা একটা গণতান্ত্রিক দেশের জন্য খুবই লজ্জাস্কর। রাষ্ট্রের অতন্দ্রপ্রহরী মুক্তগণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। বিবৃতিতে সাংবাদিক রোজিনা ইসলাম এর দ্রুত নিঃশর্ত মুক্তি ও সাজানো মামলা থেকে অব্যাহতির দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.