Sylhet Today 24 PRINT

‘সুরঞ্জিত সেনগুপ্তের স্মারকগ্রন্থ’র মোড়ক উন্মোচন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ মে, ২০২১

বিশিষ্ট পার্লামেন্টারিয়ান ও প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে নিয়ে ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্মারকগ্রন্থ’ বের হয়েছে। শুক্রবার (২৯ মে ) রাত সুনামগঞ্জ শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যাতি পাবলিক লাইব্রেরিতে স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন সাংবাদিক রামেন্দ্র তালুকদার পিংকু ও শামস শামীম।

গ্রন্থের সম্পাদক শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লেখক সুখেন্দু সেন, জেলা আওয়ামী লীগর সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, প্রথম আলার নিজস্ব প্রতিবেদক খলিল রহমান প্রমুখ।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলন সংসদীয় রাজনীতির শিক্ষক। সংসদ তিনি উপস্থিত থাকলে প্রোজ্জ্বল থাকতো সংসদ। দেশের রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক সংকট দিশারি হয়ে জাতিকে পথ দেখিয়েছেন। মুক্তিযুদ্ধসহ স্বাধীনতা পরবর্তী প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। বক্তারা সংসদীয় রাজনীতির এই বরপুত্র'র কর্মময় জীবন ও স্মৃতি রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।

স্মারকগ্রন্থটি প্রকাশ করছ চৈতন্য। প্রচ্ছদ করছেন বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। স্মারকগ্রন্থটিতে পঙ্কজ ভট্টাচার্য, হাসান শাহরিয়ার, এটিএম মোয়াজ্জেম হোসেন ফিরোজ, ড. নূরুনবী, তাজুল মোহাম্মদসহ ২৫ জন লেখক লিখেছেন।। এছাড়াও গ্রন্থটিতে সুরঞ্জিত সেনগুপ্তের লেখা তিনটি রচনাসহ বশ কিছু দুর্লভ ছবিও প্রকাশিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.