Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ জুন, ২০২১

সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মাঝে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও সাংস্কৃতিক উপকরণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে শিক্ষাবৃত্তি ও এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী প্রমুখ।

প্রসঙ্গত, ৫০ জনকে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। ৪টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর গ্রামকে বাদ্যযন্ত্র দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.